দেবরীনা মণ্ডল সাহা :-পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে ভাঙড়ে অশান্তির ছবি সামনে এসেছে। প্রাণ গিয়েছে একাধিকের। বাংলার রাজ্যপাল নিজে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন। শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। শনিবার এক কর্মসূচিতে যোগ দিতে এসে ভাঙড়ের অশান্তি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী।স্পষ্ট বললেন, যারা মারপিট করে, দাঙ্গা করে তাদের পাশে আমি কোনদিন ছিলাম না, থাকবও না। প্রসঙ্গত, এদিন ডক্টরস ডে উপলক্ষে পাটুলি থানায় একটি রক্তদান শিবিরের উদ্বোধন এসেছিলেন মিমি। সেখান থেকেই শান্তির বার্তা দিতে দেখা যায় মিমিকে। বলেন, “আমি কোনওদিনই মার-দাঙ্গা এসবের পক্ষে নেই। কোনওদিন থাকবও না। যাঁরা এগুলোকে উৎসাহ দেয় আমি তাঁদের পাশেও কোনওদিন দাঁড়ব না। আমাদের প্রশাসন গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।