Breaking News

রাজ্য জয়েন্টে প্রথমবার ‘‌মক অ্যালটমেন্ট’‌ শুরু হচ্ছে,ঘোষণা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পড়ুয়ারা কোনও শিক্ষা প্রতিষ্ঠান এবং কোর্স পছন্দ করতেই পারেন। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত কোর্সে ভর্তি হতে পারবেন কিনা বা কতটা সম্ভাবনা এবার তা জানতে পেরে যাবেন। জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং প্রক্রিয়ায় যে সমস্ত পড়ুয়ারা অংশ নেবেন তাঁরা নিজেদের পছন্দ চূড়ান্ত করার আগেই জানতে পেরে যাবেন পুরো পরিস্থিতি। তাতে তাঁরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে সবকিছু না পেলে আর একটি জায়গায় চেষ্টা করতে পারবেন। এই কাজটি যাতে পড়ুয়ারা করতে পারেন তার জন্য ২০২৩ সালেই প্রথম চালু হচ্ছে ‘মক–অ্যালটমেন্ট’।‘অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস’-এর তরফে আয়োজিত তিনদিনব্যাপী ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মঞ্চ থেকে জানান রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি বলেন, “এবার চয়েস ফিলিং এবং চয়েস লকিং-এর মাঝে একটা সময় দেব। এই সময়ে ছাত্রছাত্রীরা একটা ‘মক-অ্যালটমেন্ট’ দেখতে পারবেন। তাঁদের পছন্দ, আসন সংখ্যার ভিত্তিতে তাঁদের আসন কোথায় বরাদ্দ হচ্ছে, তার একটা মহড়া আমরা দেখাতে পারব।

যদি দেখা যায়, পড়ুয়া নিজের পছন্দসই প্রতিষ্ঠান বা বিষয় পাচ্ছেন না, তাহলে প্রথম দফার আসন বরাদ্দের আগেই তাঁরা নিজেদের পছন্দে রদবদল করতে পারবেন। তারপরই চয়েস লক করবেন। জেইই অ্যাডভান্স-এর দ্বিতীয় দফার কাউন্সেলিং শেষ হবে ১১ জুলাই। তার পর যে কোনও সময়ে কাউন্সেলিং শুরু করে দেব। এতে ভরতি হওয়ার পর ছাত্রছাত্রীদের চলে যাওয়ায় যে ফাঁক তৈরি হয়, সেটা আর হবে না।’’আগামী ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের দ্বিতীয় দফার কাউন্সেলিং শেষ হবে। তার পর কাউন্সেলিং শুরু হয়ে যাবে। তাই কাউন্সেলিংয়ের জন্য সমস্ত প্রস্তুতি শেষ করা হয়েছে। এক্ষেত্রে সিট ম্যাট্রিক্স পেলেই বোর্ড কাউন্সেলিং শুরু করতে পারবে। আর এই বছরই প্রথম কাউন্সেলিংয়ের শেষ দফার আগে নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। এতে অন্য জায়গায় চলে যাওয়াটা আটকানো যাবে। আর পড়ুয়ারা পছন্দের প্রতিষ্ঠান এবং বিষয় পেলে তাতে তাঁরা মনযোগী হবেন। পড়াশোনার জন্য এই পথ আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *