প্রসেনজিৎ ধর, কলকাতা :- পড়ুয়ারা কোনও শিক্ষা প্রতিষ্ঠান এবং কোর্স পছন্দ করতেই পারেন। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত কোর্সে ভর্তি হতে পারবেন কিনা বা কতটা সম্ভাবনা এবার তা জানতে পেরে যাবেন। জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং প্রক্রিয়ায় যে সমস্ত পড়ুয়ারা অংশ নেবেন তাঁরা নিজেদের পছন্দ চূড়ান্ত করার আগেই জানতে পেরে যাবেন পুরো পরিস্থিতি। তাতে তাঁরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে সবকিছু না পেলে আর একটি জায়গায় চেষ্টা করতে পারবেন। এই কাজটি যাতে পড়ুয়ারা করতে পারেন তার জন্য ২০২৩ সালেই প্রথম চালু হচ্ছে ‘মক–অ্যালটমেন্ট’।‘অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস’-এর তরফে আয়োজিত তিনদিনব্যাপী ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মঞ্চ থেকে জানান রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি বলেন, “এবার চয়েস ফিলিং এবং চয়েস লকিং-এর মাঝে একটা সময় দেব। এই সময়ে ছাত্রছাত্রীরা একটা ‘মক-অ্যালটমেন্ট’ দেখতে পারবেন। তাঁদের পছন্দ, আসন সংখ্যার ভিত্তিতে তাঁদের আসন কোথায় বরাদ্দ হচ্ছে, তার একটা মহড়া আমরা দেখাতে পারব।