প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের আদালতের দ্বারস্থ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী | পঞ্চায়েত ভোটের কদিন আগেই নির্বাচনের দফা বাড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকলে এক দফার নির্বাচনে অশান্তি বাড়তে পারে এই আশঙ্কা করে মামলা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।দ্রুত শুনানির আবেদন জানানো হয়। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।
তাঁর দাবি, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনায় বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাই এক দফা নির্বাচন হলে কখনও তা শান্তিপূর্ণ হতে পারে না। তাই ভোটে দফা বাড়ানোর দাবিতে ফের হাই কোর্টে অধীর।প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভোটের দফা বৃদ্ধির আরজি জানান অধীর। মনোনয়ন পর্ব থেকে শুরু হয়ে প্রচার পর্যন্ত নিত্যদিন অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। তার মধ্যে বোমা উদ্ধার যেমন হচ্ছে, সামনে আসছে মৃত্যুর খবরও। অধীরের বক্তব্য, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলা গুলিতে বিরোধী দলের কর্মীরা নিত্যদিন আহত হচ্ছেন। ফলে ভোটের দিন শান্তিপূর্ণ নির্বাচন আদৌ সম্ভব কি না প্রশ্ন তুলে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস দলনেতা। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি। মঙ্গলবার শুনানি সম্ভাবনা। অধীরের মামলা পরিপ্রেক্ষিতে ভোটের দফা বৃদ্ধি হয় কিনা, সেদিকেই নজর সকলের।