Breaking News

‘হিংসা নিয়ন্ত্রণে, দু-তিনটে ছোট ঘটনা ঘটেছে’,নির্বাচনী হিংসা নিয়ে মন্তব্য রাজ্যের ডিজি’র!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পঞ্চায়েত নির্বাচন ঘিরে ‘অশান্ত’ বাংলা। মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়েছে অশান্তি, বোমাবাজি, গুলিচালনার ঘটনা। তারপরও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলছেন ‘ছোট ঘটনা। হিংসার ঘটনা কম ঘটছে।’ তাঁর বক্তব্য, হিংসার ঘটনা এখনও অনেকটাই কমেছে। বড় করে দেখানো হচ্ছে যে কোনও ছোট ঘটনাকে। ভোটের আগে রাজ্যে হিংসার বলি ১৩। গত ২৪ দিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। তারপরও কীভাবে এমন দাবি করলেন রাজ্য পুলিশের ডিজি, প্রশ্ন তুলছেন বিরোধীরাই।মঙ্গলবার বিহার ও ঝাড়খণ্ডের ডিজি সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের ডিজি মনোজ মালব্য জানান, এই রাজ্যে বড় ধরনের কোনও হিংসার ঘটনা হয়নি। তিনি বলেন, “রাজ্যে হিংসার ঘটনা সবই নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা খুব ভালই জানেন যে রাজনৈতিক হিংসার চেহারা অনেকক্ষেত্রে আরও ভয়ংকর হয়ে থাকে। আর এখানে যা ছোটখাটো ঘটনা ঘটেছে, তা ভোট না থাকলেও ঘটে থাকে। তাছাড়া শুধু পঞ্চায়েতের জন্যই যে হিংসা হচ্ছে এমন ব্যাপার নয়। ছোট ঘটনাকে বড় করে দেখাচ্ছে মিডিয়া।”

এরপরই তিনি জানান, হিংসা রুখতে সর্বদা তৈরি পুলিশ-প্রশাসন। মনোজ মালব্যর কথায়, “দু-তিনটি ছোট ঘটনা ঘটেছে। যাতে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। পুলিশ ভাল কাজ করছে। উপরতলা থেকে স্পষ্ট নির্দেশ আছে, কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তাই পঞ্চায়েত নির্বাচন ভালভাবেই হবে।”মঙ্গলবার বাংলার ডিজি বৈঠক করেন ঝাড়খণ্ডের ডিজিপি ও বিহার ডিজিপি-র সঙ্গে। কেবলমাত্র পঞ্চায়েত নির্বাচন হয়, আন্তঃরাজ্য যে ধরনের অপরাধগুলো হয়, তা নিয়ে সার্বিকভাবে আলোচনা হয়। সেখানে সাইবার ক্রাইম নিয়েও আলোচনা হয়। তারপর সাংবাদিক সম্মেলন করেন ডিজি। তাঁকে যখন পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে। ২-৩টি ছোট ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে কিছুটা সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য, “১৩টা পরিবারের সঙ্গে যা ঘটেছে, তারপরও তিনি কীভাবে বলতে পারলেন এটা ছোট ঘটনা? পুলিশ সম্বন্ধে মানুষের কী ধারণা হবে? বোমা পড়েছে, আর পুলিশ বলছে কোথায় বোমা পড়ছে? ওই যে মন্ত্রী বলে দিয়েছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *