Breaking News

প্রচারে গিয়ে কপ্টার দুর্ঘটনায় চোট!চলছে থেরাপি,মুখ্যমন্ত্রীর হাঁটুতে অপারেশনের সম্ভাবনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- হেলিকপ্টার বিভ্রাটে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারেশন করতে চলেছেন চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রীর ছোটখাটো অপারেশন করা হতে পারে,তেমনটাই জানা যাচ্ছে এসএসকেএম সূত্রে। বর্তমানে তিনি ওই হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবোধনে রয়েছেন। পায়ে ছোট ছোট থেরাপি চলছে। এখনও সপ্তাহ খানেক এই খেরাপি চলবে বলে হাসপাতাল সূ্ত্রে জানা গিয়েছে। তার পর অবস্থা বুঝে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। সেই অপারেশনের পরে ৮-১০দিন তাঁকে বাড়িতেই থাকতে হবে। তারপরে তিনি আবার বার হতে পারবেন। এখন নিত্যদিন তাঁর ৪ ঘন্টা করে থেরাপি চলছে। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। তবে হাঁটুতে খুব লেগেছে। একটা মাইনর ওটি আছে। ৮-১০ দিন সময় লাগবে। তারপর বের হতে পারব।’

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছে আগামী ১৭ জুলাই বেঙ্গালুরুতে তৃণমূল সুপ্রিমো বিজেপি বিরোধী বৈঠকে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে। গত সপ্তাহে জলপাইগুড়িতে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কলকাতা ফেরার পথে দুর্যোগে পড়ে মুখ‌্যমন্ত্রীর কপ্টার। যার জেরে কপ্টারটি জরুরি অবতরণ করে সেবকের এয়ার বেসে। কপ্টারের দুলুনিতে এবং কপ্টার নামতে গিয়ে কোমরে ও পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় নেমে সঙ্গে সঙ্গে এসএসকেএমে যান তিনি। সেখানে চিকিৎসকরা নানা পরীক্ষার পর তাঁকে ভর্তি হওয়ার কথা বলেন।কিন্তু তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান। সূত্রের খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে পায়ের ব্যথা এখনও আছে। হাঁটতে সমস্যা হচ্ছে। তবে মানসিকভাবে বেশ শক্তই মুখ্যমন্ত্রী। আর কয়েকদিন পঞ্চায়েত ভোট। তাই কিছুটা সুস্থ হয়েই তিনি ফোনের মাধ্যমে জনসভায় বক্তব্য রেখেছেন |
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *