প্রসেনজিৎ ধর, কলকাতা :-তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করলেন নওশাদ সিদ্দিকি| জানিয়ে দিলেন, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। আর এসবের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তিনি। বুধবার দুপুরেই ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নওশাদের বিরুদ্ধে সহবাসের অভিযোগ এনেছেন এক তরুণী। এই অভিযোগের পিছনে রাজনৈতিক চক্রান্ত দেখছেন নওশাদ সিদ্দিকি।বুধবার নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন বিমানবন্দর থানা এলাকার ওই বাসিন্দা |সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। অভিযোগকারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস দীর্ঘদিন তাঁর সঙ্গে সহবাস করেছেন পিরজাদা নওসাদ সিদ্দিকি। এমনকী তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও দায়ের করেছেন তরুণী। কিন্তু নওসাদের সঙ্গে তাঁর কতদিনের পরিচয় সেব্যাপারে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। বলেন, এসব নওসাদকে জিজ্ঞাসা করুন।ভাঙড়ের বিধায়ক বলেন, আমার বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ এনেছিল। গ্রেপ্তারও করেছিল।