দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটের আগেই রাজ্যজুড়ে অশান্তির খবর সামনে এসেছে। আগামী দিনেও ভোটকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে বিরোধীরা। এবার সেই আশঙ্কা নিয়েই নির্বাচনের দিনই পথ অবরোধে নামতে চলেছে বঙ্গ বিজেপি। কলকাতার একাধিক রাস্তায় চলবে বিক্ষোভ কর্মসূচি। সূত্রের খবর, আগামী শনিবার অর্থাৎ ৮ জুলাই হাইভোল্টেজ পঞ্চায়েত ভোট। ওইদিন সকাল ১১ টার পর কলকাতার একাধিক জায়গায় কর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। তবে যে জায়গাগুলিতে অবরোধ করা হবে সেগুলি হল— হাজরা মোড়, শ্যামবাজার, মৌলালি, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, বড়বাজার–সহ আরও দুটি জায়গায়। শহরের এই জায়গাগুলিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ভোটের দিন প্রহসন হবে ধরে নিয়েই কর্মীদের বিক্ষোভ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজেপির তরফে দাবি করা হয়েছে, ভোটের দিনও অশান্তির আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই কর্মীদের সতর্ক করা হয়েছে। দলীয় কর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের দিন থেকে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তার সঙ্গে বিক্ষোভ এবং নানা দাবি তোলা শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনীর দাবি থেকে শুরু করে হিংসা নিয়ে ক্রমাগত নালিশ করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। অথচ জেলায় সংগঠন চাঙ্গা করতে দেখা যায়নি। পঞ্চায়েত নির্বাচনের দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন বালুরঘাটে, শুভেন্দু অধিকারী থাকবেন নন্দীগ্রামে। আর বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ অবরোধের নেতৃত্ব দেবেন বলে সূত্রের খবর। পরে তাতে যোগ দিতে পারেন সুকান্ত–শুভেন্দু।
Hindustan TV Bangla Bengali News Portal