দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটের আগেই রাজ্যজুড়ে অশান্তির খবর সামনে এসেছে। আগামী দিনেও ভোটকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে বিরোধীরা। এবার সেই আশঙ্কা নিয়েই নির্বাচনের দিনই পথ অবরোধে নামতে চলেছে বঙ্গ বিজেপি। কলকাতার একাধিক রাস্তায় চলবে বিক্ষোভ কর্মসূচি। সূত্রের খবর, আগামী শনিবার অর্থাৎ ৮ জুলাই হাইভোল্টেজ পঞ্চায়েত ভোট। ওইদিন সকাল ১১ টার পর কলকাতার একাধিক জায়গায় কর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। তবে যে জায়গাগুলিতে অবরোধ করা হবে সেগুলি হল— হাজরা মোড়, শ্যামবাজার, মৌলালি, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, বড়বাজার–সহ আরও দুটি জায়গায়। শহরের এই জায়গাগুলিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ভোটের দিন প্রহসন হবে ধরে নিয়েই কর্মীদের বিক্ষোভ করার নির্দেশ দেওয়া হয়েছে।