প্রসেনজিৎ ধর, কলকাতা :- ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের করা মামলায় এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।নিয়োগ দুর্নীতি মামলায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ মামলা যত দ্রুত সম্ভব হাইকোর্টকেই শুনতে বলেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ওই ৩২ হাজার শিক্ষকের নিয়োগ সিঙ্গল বেঞ্চে বাতিল হয়। তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে বলা হয়।
সেই নির্দেশ স্থগিত করে দেয় হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চ। যা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় চাকরি প্রার্থীরা। মামলাকারীদের বক্তব্য, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁদের বক্তব্য না শুনেই নির্দেশ দিয়েছে।তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলায় হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে নতুন করে মামলার শুনানি হবে। তাঁরা নতুন করে বিচার করবেন এবং সিদ্ধান্ত নেবেন। শীর্ষ আদালতের নির্দেশে মামলাটি যাবে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।এর ফলে আপাতত স্বস্তিতে ৩২ হাজার শিক্ষিক।এই মামলায় হাইকোর্ট আগে যা যা রায় দিয়েছিল তা সমস্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতের বেঞ্চ নির্দেশ দিয়েছে নতুন বেঞ্চে মামলাটির শুনানি হবে। সেই বেঞ্চ নতুন করে বিচার করবে। প্রাথমিক শিক্ষকদের আইনজীবী হিসাবে মামলাটি লড়েন মুকুল রোহতগি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং পার্থ দেব বর্মণ।