Breaking News

হুগলির তারকেশ্বরে গুলিবিদ্ধ নির্দল প্রার্থীর মেয়ে! কলকাতায় নিয়ে আসা হল গুরুতর জখম তরুণীকে

প্রসেনজিৎ ধর :- ভোটের আগের রাতেই ঘরে ঢুকে হামলার অভিযোগ । গুলিবিদ্ধ নির্দল প্রার্থীর মেয়ে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। পিন্টু সিং নামে ওই নির্দল প্রার্থীর মেয়ে চন্দনা সিং-কে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই পিন্টু সিং তৃণমূলের টিকিট পাননি বলেই নির্দল হিসেবে লড়ছেন। প্রার্থীর পরিবারের দাবি, তারা পুলিশকে জানালেও পুলিশ গুলির খোলটাও উদ্ধার করেনি।নির্দল প্রার্থীর অভিযোগ, শুক্রবার রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে আচমকা হাজির হন। তাঁদের পরিবারের সবাইকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পিন্টু সিং জানিয়েছেন, তাঁর ছেলে শ্রীমন্ত সিং-কে প্রথমে গুলি করে দুষ্কৃতীরা। পরে তাঁর মেয়েকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। ছেলের গায়ে গুলি না লাগলেও মেয়ের মাথায় গুলি লাগে বলে জানা গিয়েছে পরিবারের তরফে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে চন্দনা। এরপর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী দীপ হাঁসদা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তবে যে দোষী তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *