প্রসেনজিৎ ধর :- সব জল্পনার অবসান| তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর | চলতি মাসের ১ তারিখেই চন্দননগরের কমিশনার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি| মঙ্গলবার পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শাসক দলে যোগ দেন হুমায়ুন কবীর| এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ | সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে লড়বেন হুমায়ুন | সভার শুরুতে মুখ্যমন্ত্রীর আগেই বক্তব্য রাখেন হুমায়ুন কবীর | তিনি মমতার প্রশংসা করে বলেন, ‘মানুষের সুখে–দুঃখে, বন্যায়, আমফান ঝড়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন তা নিজের চোখে দেখেছি | তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত সুখদায়ক। তাঁর অনুপ্রেরণায় আমি অভিভূত |’
তৃণমূলে যোগ দিয়েই এদিন বিরোধী বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন হুমায়ুন কবীর | তিনি বলেন, ‘একটা বাইরের দল এসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে | বিজেপি বিভেদ করে ক্ষমতা দখল করতে চাইছে | পশ্চিমবঙ্গের মানুষ তাদের উত্তর দেবে | আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস |’ প্রসঙ্গত , ইস্তফার সময় কর্মজীবনে ৪ মাস বাকি ছিল হুমায়ুন কবীরের | ব্যক্তিগত কারণেই তিনি ইস্তফা দেন বলে জানানো হয় নবান্ন সূত্রে | স্ত্রী অনিন্দিতা দাস কবীরের মতো তিনিও তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছিল | এবার সমস্ত জল্পনাকে সত্যি করে তৃণমূলেই গেলেন হুমায়ুন কবীর |