Breaking News

“বিজেপি পার্টি গোজামিল পার্টি ,শুধু মিথ্যা কথা বলে,একটা ভোটও বিজেপিকে নয়”, কালনার সভায় ফের গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সৃজিতা মুখার্জি :- দিন কয়েক আগেই নবদ্বীপে সভা করে এসেছেন জে পি নাড্ডা, এবার সেই কালনায় নির্বাচনী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন ভোটের আগেই এদিন দল ছেড়ে যাওয়া নেতাদের তোপ দেগে তিনি জানান, “দুষ্টু গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো। তৃণমূলে থেকে তৃণমূলের খারাপ করে যারা তাদের দলে থাকার প্রয়োজন নিয়েছে। যা হয়েছে ভালো হয়েছে। পাপ বিদায় নিয়েছে। বিশ্বাসঘাতকরা কুসন্তান।” এমনকি একথা সেকথার মাঝে তিনি কৃষক আন্দোলন নিয়েও অনেক কথা বলেন, “তিনটে কৃষি বিলই কালো বিল। আগে থেকে গোডাউন করে রেখেছে। কৃষককে কাঙাল বানিয়ে দিতে চায়। বিজেপি পার্টি গোজামিল পার্টি ,শুধু মিথ্যা কথা বলে। একটা ভোটও বিজেপিকে নয়”। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই এদিন তিনি রাজ্যের মানুষদের নিয়ে আরো কথা বলেন। তিনি জানান, “মন্দির শহর কালনা নিয়েও ভবিষ্যতে ভাবব। ১১০০ কোটি টাকার ব্রিজ তৈরি করেছি। মন্দির শহর কালনা নিয়েও ভবিষ্যতে ভাবব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *