দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পঞ্চায়েত ভোটের গণনা চলাকালীনই পুনর্নির্বাচনের দাবি তুলে ফের আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন গণনা চলাকালীনই ৬ হাজার বুথে ফের ভোটগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে যান তিনি। বুধবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে বিষয়টি উল্লেখ করেন। তাঁর আবেদন মেনে মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে, পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, হাওড়ার পাঁচলা, উত্তর ২৪ পরগনার একাধিক কেন্দ্রে পুনরায় ভোট ও হিংসার অভিযোগ সামনে এনে মামলা দায়েরের আবেদন জানান প্রিয়াঙ্কা। অন্যদিকে, হাওড়ার জয়পুরের ঘটনা সামনে এনে সিপিএমও হাইকোর্টে মামলা করেছে। সব মামলারই বুধবার শুনানির সম্ভাবনা। এর আগেও পঞ্চায়েত নির্বাচনের সময়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। পরবর্তীতে ভোট বাতিলের দাবিও তোলা হয়। তবে গণনা চলাকালীন এতগুলি বুথে ফের ভোট চেয়ে শুভেন্দুর হাই কোর্টে যাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।