দেবরীনা মণ্ডল সাহা :- রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন অনন্ত মহারাজ। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে নিয়ে উত্তেজিত রাজ্য বিজেপি। বৃহস্পতিবার বেশ আড়ম্বরের সাথেই বিধানসভায় মনোনয়ন দিলেন রাজবংশী সম্প্রদায়ের নেতা। তাঁর মনোনয়ন জমা দেবার পর্বে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ আরও অনেকে। এদিন অনন্ত মহারাজ মনোনয়ন জমা দিলেও কিন্তু থেকে গেল বাংলাভাগ বিতর্ক | মনোনয়নপত্র দাখিলের আগে বিধায়কদের নিয়ে বিধানসভায় গান্ধী মূর্তির পাদদেশে যান তিনি। সেখান থেকেই সরাসরি মনোনয়ন জমা দেন।উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে বা কেন্দ্র শাসিত রাজ্য হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছিলেন এক সময়ের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে দেখা করেছিলেন মহারাজের সঙ্গে।
কোচবিহারের আরেক রাজবংশী নেতা নিশীথ প্রামাণিকের সঙ্গে সখ্যতা থাকায় বিজেপিতে আসতে সময় নেননি তিনি। এবার রাজ্যসভায় প্রথম বারের জন্য অনন্ত মহারাজকে মনোনয়ন দিল বিজেপি। আর এটা কী বাংলাভাগের দাবি তোলার পুরষ্কার, এই প্রশ্ন তুলেছেন অনেকেই |আজ, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবার পর কিন্তু বাংলা ভাগের দাবির কথাটাকে বেশ কায়দা করে এড়িয়ে গেলেন অনন্ত মহারাজ। তাঁকে ফের বাংলাভাগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলা ভাগ না বাংলা এক তা নিয়ে পরে বলব। সংবিধানেই সব বলা আছে’। মূলত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য কাজ করাই তাঁর একমাত্র উদ্দেশ্য বলেও জানালেন মহারাজ।রাজনৈতিক মহলের মতে, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধানকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে পারে তৃণমূল। এ ক্ষেত্রে তারা গেরুয়া শিবিরের বিরুদ্ধে বাংলা ভাগের ষড়যন্ত্র করার অভিযোগ আনতে পারে। তবে তাদের এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ বিজেপি।