দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক নিয়োগের তদন্তে নেমে এবার ৩৫০ কোটি টাকার দুর্নীতির খোঁজ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা দেন ইডি’র আইনজীবী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির টাকা বাংলা সিনেমা এবং স্থাবর–অস্থাবর সম্পত্তিতেও বিনিয়োগ করা হয়েছে বলেই ইডির রিপোর্টে উল্লেখ রয়েছে। এখনও পর্যন্ত ১২৬ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি এবং নগদ অ্যাটাচ করা হয়েছে। আর এই বিপুল পরিমাণ টাকার কথা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জানান তাঁরা।অন্যদিকে সিবিআইয়ের সই করা রিপোর্টে কুন্তলের করা অভিযোগকে আজ ভিত্তিহীন বলে জানানো হল কলকাতা হাইকোর্টে। কুন্তল অভিযোগ করেছিলেন, তাঁকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে বলা হচ্ছে। এবার মুখবন্ধ করা খামে সিবিআই কুন্তল ঘোষের অভিযোগ নিয়ে রিপোর্ট জমা দিল।