Breaking News

‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা’, তারাপীঠে জনসভায় বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি.নাড্ডা

প্রসেনজিৎ ধর :- ‘মমতার রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে,এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলা ফেরাতে হবে’, বাংলার মাটিতে পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনায় এসে ফের তৃণমূল তথা মমতা বন্দোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির-র সর্বভারতীয় সভাপতি জে.পি.নাড্ডা | এদিন তারাপীঠের চিলার মাঠে সভায় যোগ দিয়ে মঙ্গলবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বাংলায় ‘নমস্কার’ জানিয়ে সভা শুরু করেন নাড্ডা |

তবে শুরুর দিকে মাইক বিভ্রাটে সভার তাল কাটে|এরপর মাইক হাতে তাঁর বার্তা, ‘মঞ্চ বদলাতে পারে, উদ্দেশ্য নয়,যতই চেষ্টা করো আটকাতে পারবে না |’এ দিন আচমকাই মানব পাচার ইস্যুতে বাংলাকে বিঁধলেন জেপি নাড্ডা | তিনি বলেন, “বাংলায় সবচেয়ে বেশি মানব পাচার হয়|” এমনকি তাঁর দাবি, বাংলার মেয়েরাই সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসার শিকার | এ প্রসঙ্গে পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডের কথা তুলে ধরেন তিনি|মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে নাড্ডা বলেন, “আজ বাংলায় বহিরাগত তকমা দেওয়া হচ্ছে | বাড়ি বাড়ি গিয়ে বাংলার মানুষকে জাগাবে বিজেপি|প্রধানমন্ত্রীর হৃদয়ে রয়েছে বাংলা | হলদিয়ায় ৪,৭০০ কোটির প্রকল্প ঘোষণা করেছেন | প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলায় বদল আসবে | কলকাতা মেট্রো প্রকল্পে ৮৫০০ কোটির বরাদ্দ হয়েছে |জাতীয় সড়ক বাবদ ৭৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে | দিদি আপনি এত ভয় পাচ্ছেন কেন?” তিনি আরও বলেন, “মমতাদি নিজে কিছু করেন না| সব নকল করেন |” এদিন নাড্ডা স্লোগান তোলেন, “অনেক হয়েছে মমতা, এবার পরিবর্তন চাইছেন জনতা|”নাড্ডা এদিন অভিষেককে আক্রমণ করে বলেন,’ভাইপো যা বলেছে, তা ভাষার প্রকাশ করা যায় না|’ মঙ্গলবার চিলার মাঠে সভার আগে তারাপীঠে পুজো দিলেন জেপি নাড্ডা |

তাঁর সঙ্গে ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্যান্যরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *