প্রসেনজিৎ ধর :- রাজ্য রাজনীতিতে একুশের নির্বাচনের উত্তাপ সর্বত্র | শাসক-বিরোধী রাজনৈতিক দলগুলোর চাপানউত্তর চলছেই|গত ৬ ই ফেব্রুয়ারী বিজেপি নেতা সৌমিত্র খাঁ এর বাইক মিছিলের অনুমতি ছিলো না,তাও মিছিল করেছে সৌমিত্র,সূত্রের খবর বিজেপির যুব সভাপতির বাইক মিছিল হয়েছে শুনে ঘনিষ্ঠ মহলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছিলো কল্যাণ ব্যানার্জির।তার জেরেই কয়েকদিনের মধ্যে বদলি করে দেওয়া হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া ও উত্তরপাড়া থানায় অফিসার ইনচার্জদের | প্রসঙ্গত,৬ ই ফেব্রুয়ারী শনিবার জোড়াপুকুর এলাকা থেকে চাঁপদানি পর্যন্ত বাইক মিছিলের কর্মসূচি নিয়ে কোন্নগরে রাস্তায় নামে সৌমিত্র খাঁ, সঙ্গে ছিল বিজেপির কর্মী -সমর্থকরাও | সৌমিত্র খাঁর বাইক মিছিলের অনুমতি ছিলো না তাও কি করে বাইক মিছিল হলো সেটা নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ | অভিযোগ করে বলেন, “ সৌমিত্র খাঁর বাইক মিছিলের অনুমতি ছিল না | তা সত্ত্বেও মিছিল হয়েছে | পুলিশ কোনও পদক্ষেপই করেনি |” আর তার কয়েকদিন যেতে না যেতেই বদলি হলেন আইসি উত্তরপাড়া এবং আইসি রিষড়া| তাহলে কি কল্যাণ ব্যানার্জী অভিযোগ করাতেই নড়ে চড়ে বসল রাজ্য প্রশাসন, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল | এই বিষয়ে শ্রীরামপুরের বিজেপি নেতা কবীর সঙ্কর বসু বলেন পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষাকরা।বিজেপির মিছিল আটকানো না, তাই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করেছেন মিছিল আটকায় নি,আর বিজেপি একটি রাষ্টীয় দল আইন মেনে মিটিং মিছিল করে,বেআইনি কাজ করে না | যদিও কমিশনারেট সূত্রে খবর, এটা রুটিন বদলি, এর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই |
Hindustan TV Bangla Bengali News Portal