Breaking News

ভোট হিংসার খোঁজ নিতে আমতা ঘুরে তৃণমূলকে তোপ বিজেপির মহিলা তথ্যানুসন্ধান দলের সদস্যদের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাওড়ার আমতায় পৌঁছে গেল বিজেপির পাঁচ মহিলা সদস্যের তথ্যানুসন্ধান দল। পঞ্চায়েত ভোটের পরে আমতা বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ ও তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। সূত্রের খবর, মহিলাদের ওপর হিংসার তথ্য জানতে বুধবার তথ্যানুসন্ধান দলের সদস্যরা আমতায় এসেছেন। এদিন সকালে আমতায় যান রমা দেবী, কবিতা পাতিদার, অপরাজিতা ষড়ঙ্গী, সন্ধ্যা রায় এবং সরোজ পাণ্ডে। এলাকা ঘুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ওই কমিটির সদস্যরা। রমা দেবীদের কটাক্ষ, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে দেখে মমতাদির শেখা উচিত। কীভাবে গ্রামীণ গরিব মানুষদের উন্নয়ন করেছেন তিনি। কীভাবে তাঁদের রোজগারের উপায় করেছেন। কীভাবে বাড়িঘর, পানীয় জলের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। আর এখানে গরিব মানুষদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মহিলারাও আক্রমণের হাত থেকে রক্ষা পাচ্ছেন না!’ওই প্রতিনিধি দলের অভিযোগ, বাংলায় পঞ্চায়েত ভোটের নামে কেবল হিংসা হয়েছে।

বিরোধী রাজনীতি করলেই সংশ্লিষ্ট ব্যক্তির উপর ধেয়ে আসছে আক্রমণ। শুধু ওই ব্যক্তিই নয়, তাঁর পরিবারের উপরও হিংসার আঁচ এসে পড়ছে। তাঁদের বাড়িতে আগুন ধরানো হচ্ছে। মহিলাদের হেনস্থা করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে এক জন মহিলা, সেখানে এমন ঘটনা একেবারেই অনভিপ্রেত বলে কটাক্ষ করেছে এই তথ্যানুসন্ধান দল। দলের সদস্যেরা জানিয়েছেন, দিল্লি ফিরে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডাকে এ নিয়ে রিপোর্ট দেবেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ সরোজ পাণ্ডে বলেন, ‘রাজ্যে গুণ্ডাগিরি চলছে। আপনারা দেখছেন কী ভাবে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোনও আসবাবপত্র অবশিষ্ট নেই। সরকারের উচিত রাজ্যের নাগরিকদের সুরক্ষার বন্দোবস্ত করা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুরক্ষা দিচ্ছে না। বরং সন্ত্রাসের ঘটনার পর সরকার আক্রান্তদের পাশেও দাঁড়ায়নি। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে রাজ্য সরকার সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেনি।’
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *