দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হল নতুন বিরোধী জোট। পোশাকি নাম দেওয়া হল ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়্গে জানালেন, পরবর্তী বৈঠক হবে মুম্বইয়ে। বৈঠকের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।জল্পনা ছড়িয়েছিল পটনার বৈঠকের পর থেকেই। বেঙ্গালুরুর বৈঠকের মাঝেই এ বিষয়ে সুর্নির্দিষ্ট বার্তা এল বিজেপি-বিরোধী রাজনৈতিক জোটের তরফে। আর বৈঠক শেষে ঘোষণা করা হল, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে এ বার নতুন একটি মঞ্চে সমবেত হতে চলেছে ২৬টি বিরোধী দল। মহারাষ্ট্রের মুম্বইয়ে হবে সেই জোটের পরবর্তী বৈঠক।আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির এনডিএ জোটের বিরুদ্ধে লড়াইয়ে নামবে বিরোধীদের নয়া জোট। আজ বিরোধীদের বৈঠক শেষে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘বিজেপি চাইছে দেশকে এবং দেশের সংবিধানকে ধ্বংস করে দিতে। সমস্ত প্রতিষ্ঠানকে বিরোধী নেতাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত খারাপ।’[/video]
একইসঙ্গে তোপ দাগেন দিল্লিতে এনডিএ-র বৈঠক নিয়েও। আজ বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দল এক ছাতার তলায় এসেছে। সেখানে এনডিএ বৈঠক করছে ৩৮টি দল নিয়ে। জাতীয় রাজনীতিতে আজ যেন শক্তি প্রদর্শনের পালা চলছে। সেই নিয়েও খোঁচা দিয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। বলেছেন, ‘মোদী ৩৮টি দল নিয়ে বৈঠক ডেকেছেন। জানি না, সেগুলি আদৌ এতগুলি দল সেখানে আছে কি না, বা সেগুলি নির্বাচন কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত দল কি না।’ইউপিএ চেয়ারপার্সন পদে ছিলেন সনিয়া গান্ধী। তবে বিরোধী জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন খড়্গে। তিনি জানান, মুম্বইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম। লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী সমমনস্ক দলগুলি যাতে অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এগোতে পারে, তার জন্য বেঙ্গালুরুতে সবিস্তারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কংগ্রেস সভাপতি জানান, অভিন্ন কর্মসূচির সম্ভাবনা খতিয়ে দেখতে একটি পৃথক কমিটি গঠন করা হতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal