প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী বছর লোকসভার আগে শেষ একুশে জুলাই। আর প্রতিবারের মতো এবারেও শহিদ দিবসে নামল বৃষ্টি। আর ভিজতে ভিজতেই বক্তব্য রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হুঙ্কার দিয়ে বললেন, ‘আমি চ্যালেঞ্জ নেওয়া লোক চব্বিশে বিজেপিকে হারাবোই’। ইস্যু একটাই। বাংলায় একশো দিনের কাজ। একশো দিনের টাকা আদায়ে একুশের মঞ্চ থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে দিল্লি চলোর ডাক দিয়েছেন। আর সেই মঞ্চ থেকেই একশো দিনের কাজ নিয়ে নতুন কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিজতে ভিজতে মমতা হুঙ্কার দিলেন, “বাংলায় একশো দিনের কাজ। বাংলার সরকারের টাকায় হবে। প্রোগ্রামটার নাম দেব ‘খেলা হবে’।”মমতা বলেন, ‘ইন্ডিয়া জোট তৈরি হওয়ায় আমি খুশি। যা কিছু আন্দোলন হবে, সবটাই হবে জিতেগা ভারত এই ব্যানারে। ইন্ডিয়া লড়বে, পাশে তৃণমূল সৈনিকের মত দাঁড়িয়ে থাকবে। আমরা চেয়ারকে কেয়ার করি না। কোনও চেয়ার আমাদের দরকার নেই। আমাদের লক্ষ্য দেশ থেকে বিজেপিকে হঠানো। ঘরে ঘরে একটাই ডাক, মোদী হঠাও। ২৪-এ জন্ম হবে নতুন ইন্ডিয়ার।’