দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- গত ২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আদালতে বিজেপি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি মিলেছে। তবে খারিজ দ্রুত শুনানির আরজি।১০০ দিনের কাজের টাকা আটকে রাখার প্রেক্ষিতে বিজেপিকে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি বলেন, ‘আগামী ৫ অগস্ট প্রতিটি ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। আগে তালিকা তৈরি করুন। তারপর আগামী ৫ অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। প্রত্যেকটি বিজেপি নেতার বাড়ি ঘেরাও করুন। আমি দলের কর্মীদের বলছি, টানা আট ঘণ্টা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে রাখুন। যাতে দিল্লিতে যারা বসে আছে তাদের গদি নড়ে যায়। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ঘেরাও করে রাখুন। যাতে ওই বিজেপি নেতারা বাড়ি থেকে বেরতে এবং ঢুকতে না পারেন। তবে বয়স্ক মানুষ হলে ছেড়ে দেবেন।
কিন্তু বিজেপি নেতাকে বাড়ি থেকে বেরতে দেবেন না। তাহলেই বুঝতে পারবে ক্ষতি করলে কি হয়।’ পরে বাংলার মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য দিতে উঠলে অভিষেকের কর্মসূচিটা একটু ‘সংশোধন’ করে দেন। তৃণমূল সুপ্রিম দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘একেবারে বাড়ির সামনে যাবেন না। তবে অভিষেক যে কর্মসূচি ঘোষণা করেছে সেটা পালন করবেন। কিন্তু বিজেপি নেতার বাড়ির ১০০ মিটার দূর থেকে।’ ঘেরাও কর্মসূচির ডাক দেওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতায় ২টি এফআইআর করে বিজেপি। কলকাতার হেয়ার স্ট্রিট ও রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয় ইমেল মারফত। অন্যান্য জেলাতেও অভিষেকের বিরুদ্ধে দায়ের হয় পুলিশি অভিযোগ।
Hindustan TV Bangla Bengali News Portal