Breaking News

নালাগোলা পুলিশ ফাঁড়িতে ভাঙচুর!বিজেপি সাংসদ খগেন ও বিধায়ক জোয়েল-সহ ২০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

নিজস্ব সংবাদদাতা :-বিজেপির সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলার রুজু পুলিশের | নালাগোলা পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, গোলমালের ঘটনায় মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর নামে মামলা রুজু | সংসদ, বিধায়ক সহ ২০ জনের নামে এফআইআর | পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা রুজু ; গত ১৬ জুলাই মালদহের বামনগোলায় নিজের বাড়ি থেকে সক্রিয় বিজেপি কর্মী বুরন মুর্মুর দেহ উদ্ধার হয়। সেই সময় তাঁর মুখ দিয়ে রক্ত বেরতে দেখা যায়। শরীরেও ছিল একাধিক ক্ষতচিহ্ন। বুরনের পুত্রবধূ এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন। বিজেপি প্রার্থীর কাছে হেরেও যান তিনি। প্রতিবেশীদের দাবি, তারপর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়। প্রায়শয়ই ওই বিজেপি কর্মীকে ছেলে ও পুত্রবধূ হুমকি দিত বলেই অভিযোগ। তারপরই দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।

মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, মারধর করে খুনের পর আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়। তৃণমূলের মদতে ছেলে তার বাবাকে খুন করেছে বলেই অভিযোগ। দেহ উদ্ধারের পরদিন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে নালাগোলা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে ঝাঁটা হাতে মহিলারা পুলিশের দিকে তেড়ে যায়। এই বিক্ষোভের ঘটনাতেই সাংসদ ও বিধায়ক-সহ ২০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য থানায় মামলা রুজু করল বামনগোলা থানার পুলিশ।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *