প্রসেনজিৎ ধর :- মণিপুর ইস্যু নিয়ে সোমবারও দফায় দফায় উত্তপ্ত হল পার্লামেন্ট | অধিবেশন কক্ষ থেকে শুরু করে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মণিপুর নিয়ে বিক্ষোভ দেখায় বাম, কংগ্রেস, তৃণমূল | অমিত শাহ বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান জানালেও, সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবিতে অনড় খাড়্গেরা | এদিন মণিপুর নিয়ে বিক্ষোভের জেরে তিনবার মুলতবি হয় অধিবেশন | দুপুর আড়াইটে নাগাদ ফের অধিবেশন শুরু হলে, মণিপুর নিয়ে নিজের বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ |মণিপুরের হিংসা এবং মহিলাদের উপর অত্যাচারের বিষয়ে সংসদে আলোচনার দাবিতে, সোমবারও ফের একবার উত্তাল হল সংসদের দুই কক্ষই। সেই হট্টগোলের মধ্যেই, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত তিনি। তিনি আরও জানান, এই সংবেদনশীল বিষয়ে গোটা দেশের সত্যটা জানা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে যাতে সংসদে আলোচনা করা যায়, তার জন্য বিরোধী দলের নেতাদের অনুরোধ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন লোকসভায় অমিত শাহ বলেন, “আমি সংসদে এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। বিরোধীদের এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। এই স্পর্শকাতর বিষয়ে সম্পর্কে সত্যিটা জানা দেশের জন্য গুরুত্বপূর্ণ।” তবে, তারপরও বিরোধীরা এই বিষয়ে সংসদের অন্দরে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় থেকেছেন।বিরোধীদের স্পষ্ট দাবি, সংসদে মণিপুর হিংসার বিষয়ে আলোচনার সময় সংসদের প্রধান, অর্থাৎ, প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে।