প্রসেনজিৎ ধর, কলকাতা :-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় নতুন উপদেষ্টা নিয়োগ করা হল। দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার রূপক কুমার দত্তকে| পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করলেও সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাঁর নিয়োগ অনুমোদন করানো হয়। কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজির পাশাপাশি রূপক কুমার দত্তের আরেকটি পরিচয় হল তিনি সিবিআইয়ের প্রাক্তন স্পেশ্যাল ডিরেক্টরও। তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, মূলত সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলা বিষয়ে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন তিনি।প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ জুলাই তৃণমূলের শহিদ স্মরণের দিন কালীঘাটে মমতার বাড়ির সামনে থেকে শেখ নুর আমিন নামে এক সন্দেহভাজনককে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে সশস্ত্র ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির গলির মধ্যে ঢুকে পড়েছিলেন। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
যে ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারই মধ্যে নয়া নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্বে এলেন রূপক।প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই রূপক কুমার দত্তের নাম প্রস্তাব করে রাজ্যের তরফে রাজভবনে পাঠানো হয়। তারপর মে মাসে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই প্রস্তাবে সায় দেন। সোমবার সেটাই মন্ত্রিসভার বৈঠকে উল্লেখ করা হয়। অর্থাৎ একেবারে নিয়ম মেনেই এই প্রাক্তন পুলিশ কর্তা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ হলেন।সিবিআই অফিসার হিসাবে তিনি দায়িত্ব সামলেছেন প্রায় ১৮ বছর। ২০১৭ সালে সিবিআই ডিরেক্টর পদে অন্যতম দাবিদার ছিলেন তিনি। কিন্তু তাঁর পরিবর্তে সিবিআইয়ের ডিরেক্টর করা হয়েছিল অলোক ভার্মাকে। এর পর তার পেরেন্ট ক্যাডারে ফেরত যান এই আইপিএস কর্তা। ২০১৭ সালে ফ্রেব্রুয়ারি মাসে তাঁকে কর্নাটক পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়।
Hindustan TV Bangla Bengali News Portal