নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- মহরমের মিছিলে প্রতীকী রণডঙ্কা বাজাতে পুলিশের অনুমতি লাগবে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মহরম সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় বৃস্পতিবার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিভগননমের ডিভিশন বেঞ্চ। আদালত আরও বলেছে, শব্দবিধি মেনে প্রতীকী রণডঙ্কা বাজানো হচ্ছে কি না তার উপর নজরদারি করবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, মহরমের বাজনা বাজাতে হবে শব্দবিধি মেনে। অর্থাৎ শব্দমাত্রা কোনও ভাবেই ৬০ ডেসিবেল ছাড়াতে পারবে না। মহরমের দিন পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা। জনগণকে এব্যাপারে সতর্ক করতে বিজ্ঞপ্তি জারি করতে হবে কলকাতা পুলিশকে। এছাড়া মহরমের দিন সব
শব্দবিধি মেনে বাজনা বাজানো হচ্ছে কি না তার ওপর নজরদারি করতে হবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে।
২৯ জুলাই শনিবার মহরম। তার আগেই ড্রাম, গান বাজানোর শব্দমাত্রা বেঁধে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলার আবেদনকারী সগুপ্তা সুলেমান দাবি করেছেন, তাঁর এলাকায় গভীর রাত পর্যন্ত ড্রাম বাজানো হয় মহরমে। সুলেমানের অভিযোগ, পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশ তাঁকে কোর্টের অর্ডার নিয়ে আসতে বলেছে। এছাড়া মহরমের আগে থেকে শহরের অনেক জায়গায় সারাদিন ধরে গান বাডানো হয়। সমস্যায় পড়ে বাচ্চা ও বয়স্করা। এ নিয়ে কলকাতা হাইকোর্টে অভিযোগ জমা পড়ে।এদিন এই মামালার শুনানিতে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, সকালে ২ ঘণ্টা ও বিকেলে ২ ঘণ্টা বেঁধে দিতে হবে ড্রাম বাজিয়ে মিছিল করার জন্য। তাঁর নির্দেশ, সকাল ৮ টার আগে ও সন্ধ্যা ৭টার পরে ড্রাম বাজানো যাবে না। কোনও ভাবেই শব্দসীমা ৬০ ডেসিবেল ছাড়াতে পারবে না। যে ক্লাব বা যে গোষ্ঠী ড্রাম বাজিয়ে মহরমের মিছিল করতে চায়, তাদের পুলিশের অনুমতি নিতে হবে। মহরমের দিন পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা।