Breaking News

শুভেন্দুর নিশানায় I-PAC-এর দুর্নীতি!‘‌চোরের মায়ের বড় গলা’‌, শুভেন্দুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে আক্রমণ কুণালের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নিশানায় এবার মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল থেকে টেন্ডার দুর্নীতি। আর তা নিয়ে নানা কথা বলার পর তাঁকে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ। বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে তাঁর নিশানায় প্রশান্ত কিশোরের সংস্থা আই–প্যাক। এই সংস্থাকে বেআইনি পথে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। প্রমাণ হিসেবে কিছু নথি দেখান। যদিও তাঁর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের খোঁচা, ‘‌চোরের মায়ের বড় গলা।’‌ পঞ্চায়েত নির্বাচনের আগে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে একটি হেল্পলাইন নম্বর চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ফোন করে সরাসরি তাঁর দপ্তরে অভিযোগ জানানো যেত।

আর এদিন শুভেন্দুর নিশানায় সেই গ্রিভান্স সেলই । শুভেন্দুর অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে দিল্লির একটি সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। তিনি বলেন, ”গ্রিভান্স সেলের পরিকাঠামো তৈরির জন্য তথ্য ও প্রযুক্তি দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়। কয়েকটি সংস্থা টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করে। দিল্লির একটি সংস্থায় নিয়মমাফিক টেন্ডার পায়। কিন্তু পছন্দের সংস্থা না হওয়ায় স্বরাষ্ট্র দপ্তরের তরফে টেন্ডার বাতিল করতে বলা হয়। কিন্তু তথ্য ও প্রযুক্তি দপ্তরের আধিকারিকরা তা করতে রাজি ছিলেন না। কিন্তু পরবর্তী সময় স্বরাষ্ট্রদপ্তর WBTL-কে দায়িত্ব দেয়। তার মাধ্যমে আই প্যাক নামের ঘনিষ্ঠ সংস্থা দায়িত্ব পায়। আমার ধারণা, এই ঘটনা সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী যুক্ত।” এসব তিনি নথি-সহ রাজ্যপালকে ই-মেল করেছেন বলেও জানান।তাঁর দীর্ঘ সাংবাদিক বৈঠকের পর পালটা সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এ প্রসঙ্গে সরাসরি শুভেন্দুর উদ্দেশে তাঁর পালটা কটাক্ষ, ”চোরের মায়ের আবার বড় গলা। যত সব চোর, জোচ্চোর, ডাকাত, সিবিআইয়ের এফআইআরে নাম থাকা লোক আবার অন্যের দুর্নীতি নিয়ে কথা বলছে! উনি যদি রাজ্যপালকে মেল করেন, তাহলে আমিও কাঁথি পুরসভার দুর্নীতি নানা তথ্য-প্রমাণ রাজ্যপালকে পাঠাই।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *