সমীর দাস:- টোটো এবং অটো চালকের নিজেদের মধ্যে মারধরের অভিযোগে সোমবার সকালে উত্তপ্ত হল তারকেশ্বর বাস স্ট্যান্ড | আক্রান্ত অটোচালক নির্মল কুমার রায়ের বক্তব্য সকালবেলা একজন টোটো চালক গাড়ি নিয়ে যাওয়ার সময় তার হাতে ধাক্কা মারেন ,সেই সময় দুপক্ষই ঝামেলা মিটিয়ে নেন | পরে ওই টোটো চালক প্রায় ২০ থেকে ৩০ জনকে নিয়ে তার ওপর চড়াও হয় এবং তার গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ | টোটো চালক অটো চালককে মারধরের অভিযোগে বাস স্ট্যান্ডের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান অটো চালকরা |
এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে তারা এই পথ অবরোধ করেন বলে জানায় তাঁরা | অটো ইউনিয়নের সভাপতি বলেন সমর চক্রবর্তীর অভিযোগ, “এদিন যেভাবে আমাদের কর্মীকে মারধর করা হলো সেখানে আমরা কিভাবে চুপ থাকব, তাই আমরা বাসস্টান্ডের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ জানাচ্ছি “| এই ঘটনায় গোটা এলাকায় যানজট সৃষ্টি হয় | ঘটনাস্থলে এসে তারকেশ্বর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন | পুলিশের আশ্বাসে অটো চালকরা সেখান থেকে অবরোধ সরিয়ে দেন | এ বিষয়ে টোটো ইউনিয়ন কমিটির সম্পাদক বরুণ পোদ্দার জানান যে দু’পক্ষকে বসিয়ে সমস্যার সমাধানের চেষ্টা চালানো হয় | ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে বিষয়েও আশ্বাস দেন তিনি |