প্রসেনজিৎ ধর, হুগলী:- এবার সরকারি স্কুলে বিনা রসিদে নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি, সেই অভিযোগে সোমবার উত্তপ্ত হল হুগলী জেলার হিন্দমোটর ভূপেন্দ্র স্মৃতি হাই স্কুল | এই অভিযোগে এদিন আন্দোলনেও নামলো এস.এফ.আই কোতরং আঞ্চলিক কমিটি | হুগলী জেলার হিন্দমোটর ভূপেন্দ্র স্মৃতি হাই স্কুলে সরকার নির্ধারিত ভর্তির ফি হল ২৪০ টাকা | আর এই ২৪০ টাকার পরিবর্তে অতিরিক্ত ৯০০ টাকা বিনা রসিদে নেওয়ার অভিযোগ উঠল | আর এই অভিযোগ তুলে আন্দোলনে নেমে সোমবার স্কুল গেটে পোস্টার লাগালো এস.এফ.আই কোতরং আঞ্চলিক কমিটি |
শুধু তাই নয় এস.এফ. আই এর কর্মীদের অভিযোগ,এদিন পোস্টার লাগানোর পর স্কুলের প্রধান শিক্ষকের উপস্থিতিতে অজ্ঞাত পরিচয়ের এক দল দুস্কৃতিরা তাদের দাবী সম্বলিত পোস্টার ছিঁড়েও দেয় | এই ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা দেখা যায় | এমনকি এস.এফ.আই কোতরং আঞ্চলিক কমিটির নেতা কর্মীরা ভূপেন্দ্র স্মৃতি স্কুল গেটে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় | শুধু তাই নয়, এই ঘটনার কিছুক্ষণ পরে তাঁরা উত্তরপাড়া স্কুল পরিদর্শকের অফিসের সামনে প্রায় ঘন্টাখানেক ধর্না দেন |এমনকি তাঁদের লিখিত অভিযোগ জমা দেয় স্কুল পরিদর্শকের কাছে | এই ঘটনার পর স্কুল পরিদর্শক প্রণব দাসের কাছ থেকে উপযুক্ত তদন্ডের আশ্বাস পেয়ে ধর্না তুলে নেন |