Breaking News

সংকটজনক হলেও স্থিতিশীল বুদ্ধদেব,সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্টে নিউমোনিয়ার লক্ষণ!চোখ মেলে তাকাচ্ছেন,দিচ্ছেন সাড়া

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন তিনি। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। শুক্রবার থেকেই বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শ্বাসকষ্টের সমস্যাও বেড়ে যায়। শনিবার এক প্রকার আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। শনিবার বিকালে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে।সোমবার সকাল ৭টা ২০ নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যর সিটি স্ক্যান হয়। তার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তাঁর ফুসফুসে সংক্রমণ বাড়েনি। বাইল্য়াটারাল ইনফেকশনের মাত্রাও কমছে ধীরে ধীরে। তাঁকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, তা কাজ করছে বলে জানান চিকিৎসকরা। এছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক, নতুন করে জ্বর আসেনি। ঘুমেরও ওষুধও দিতে হয়নি তাঁকে। তবে সবচেয়ে আশার কথা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেতনা ফিরেছে। কথা না বলতে পারলেও তিনি হাত নেড়ে ইশারায় সম্পূর্ণভাবে সাড়া দিচ্ছেন। হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যানের রিপোর্টে তাঁর ফুসফুসে ফাইব্রসিস ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, বুদ্ধদেব ভট্টাচার্যর সিওপিডির রোগী, অর্থাৎ শ্বাসকষ্টের সমস্যা রয়েছে দীর্ঘকাল ধরে। এর আগে তিনি কোভিড আক্রান্তও হয়েছিলেন। এই সব কারণে ফাইব্রসিস দেখা দিতে পারে। তবে সবটাই আরও ভালভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিন আরও বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে ৭৯ বছর বয়সি বুদ্ধদেব ভট্টাচার্যর। সেসব রিপোর্ট দেখে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে আলিপুরেরর বেসরকারি হাসপাতাল সূত্রে খবর। শারীরিক পরিস্থিতি অনুযায়ী ভেন্টিলেশনের মাত্রা ঠিক করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *