Breaking News

গোর্খাল্যান্ড ইস্যুতে দলের ভূমিকায় ক্ষোভ!কেন্দ্রের বিরুদ্ধে অবস্থানে বসলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে বিধানসভায় বাবাসাহেব আম্বেদকর মূর্তির সামনে একাই অবস্থানে বসলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক।কেন্দ্রে এখন তাঁদেরই সরকার।
এই প্রথম নয়, এর আগে একাধিকবার গোর্খাল্যান্ডের দাবি তুলে সমালোচিত হয়েছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। একুশের বিধানসভা ভোটে জেতার কয়েকমাস পরই পৃথক রাজ্যের দাবিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠিও পাঠিয়েছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তাঁর দাবি ছিল, যথাযথ উন্নয়নের জন্য পৃথক রাজ্য প্রয়োজন। কারণ, দীর্ঘদিন ধরে গোর্খা জনজাতি নিজের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। এরপরেও বেশ কয়েকবার তিনি গোর্খাল্যান্ডের পক্ষে সুর চড়িয়েছেন। পাহাড়ে ১৫ বছর ধরে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু তা পালন করা হচ্ছে না বলে অভিযোগ। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ শর্মা বলেন, ‘‌আসন্ন লোকসভার আগে সংসদের মাত্র একটা সেশন বাকি আছে। আজ পর্যন্ত পাহাড়ের মানুষের সমস্যা নিয়ে সংসদের ভিতরে তোলা হয়নি। অথচ এই পাহাড়ই ১৫ বছর সাংসদ দিয়েছে। কবে প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে?‌ এই প্রশ্ন দেখা দিয়েছে’‌। অর্থাৎ তিনি পাহাড়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার নাম না করে খোঁচা দিয়েছেন।পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভরাডুবির জন্য কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি না রাখাকেই দায়ী করেন বিষ্ণুপদ শর্মা। তবে এবার তিনি পাহাড়ের মানুষের জন্য লড়াই করবেন বলে জানিয়ে দিলেন। তাঁর হুঙ্কার, ‘‌এতদিন আমি রাজ্য সরকারকে প্রশ্ন করেছিলাম। এবার কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন রাখলাম। এখন দেখার এই দাবি পূরণ হয় কিনা।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *