তৃন্ময় বেরা, ঝাড়গ্রাম :- বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে আজ ঝাড়গ্রামের লালগড়ে এসেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে.পি.নাড্ডা | ওই সভা থেকেই শাসক দলকে বিঁধলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ | এদিন জঙ্গলমহলে নাম না করে ছত্রধর মাহাতকে তথা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানান ভারতী ঘোষ |
তিনি বলেন,”যে পশ্চিমবাংলা একসময় সোনার বাংলা ছিল, মনীষীদের বাংলা ছিল সেই জঙ্গলমহলের মুখ হিসাবে তৃণমূল সরকার প্রাক্তন মাওবাদী,সন্ত্রাসবাদী, সাজাপ্রাপ্ত একজনকে লালগড়ে তৃণমূলের মুখ হিসাবে তুলে ধরছেন | এমনকি এদিন নাম না করে ছত্রধর মাহাতকে বয়কট করারও ডাক দিলেন বিজেপি নেত্রী | এদিন তিনি শাসক দলকে আরও আক্রমণ শানিয়ে বলেন, “যখন জঙ্গলমহলের মানুষ বন্দুক ছেড়ে শান্তির খোঁজ পেতে চাইছে তখন একজন জেল ফেরত আসামীকে জঙ্গলমহলে এনে এই সরকার আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে” | শুধু তাই নয় এদিন বিজেপি নেত্রী শাসক দলের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন,”এই সরকার ৯ বছরে ৯ টা স্কুল দিতে পারেনি আর ৫ বছরে ৫০০ টা স্কুল দেবেন?সরকারের মেয়াদ তো আর ২ মাস |”আদিবাসী সমাজ, বিশেষ করে কুর্মি সমাজকে বঞ্চনা করছে রাজ্যের শাসকদল, এমনই অভিযোগ তোলেন ভারতী ঘোষ | ভারতীয় জনতা পার্টির হাত ধরে উন্নয়নমুখী হওয়ার বার্তাও এদিন লালগড়ের সভা মঞ্চ থেকে দিয়ে গেলেন ভারতী ঘোষ |