দেবরীনা মণ্ডল সংবাদদাতা :- রাজ্যে ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি, ওলা এবং উবের | আগামী ২২ ফেব্রুয়ারি টানা ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে তারা |প্রত্যেকদিন বাড়ছে পেট্রোল জিজেলের দাম | কিন্তু সেভাবে ট্যাক্সির ভাড়া বাড়ানো হয়নি | তার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে বন্ধের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটরস | ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৭২.৮৩ টাকা | ২০২১ ফেব্রুয়ারি মাসের ডিজেলের দাম হয়েছে প্রায় ৮০ টাকার বেশি| ২০১৮ সালের পর ভাড়ার দিকে নজর দেয়নি রাজ্যের পরিবহন দফতর| ট্যাক্সিতে উঠলেই সর্বনিম্ন ভাড়া ৫০ টাকার দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে | যা আগে ছিল ৩০ টাকা | প্রথম দু’কিলোমিটারে ৩০ টাকার জায়গায় নতুন ভাড়া করতে হবে ৫০ টাকা | এরপর কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়াতে হবে ২৫ টাকা করে | যদিও এই নিয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি | এতদিন বাসের ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট থেকে শুরু করে রুট বদল সবই নাকাল করেছে অফিসযাত্রী থেকে সাধারণ মানুষকে | কিন্তু সরকারের ‘অনমনীয়’ মনোভাবে বাসের ভাড়া খাতায়-কলমে না বাড়লেও নিজেরা তা বাড়িয়ে দিয়েছে | এবার তার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি, ওলা এবং উবের | আগামী ২২ ফেব্রুয়ারি টানা ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে তারা | যাঁরা ওলা–উবের–ট্যাক্সিতে যাতায়াত করেন তাঁদের ভোগান্তির মুখে পড়তে হবে|