প্রসেনজিৎ ধর, কলকাতা :- শনিবার প্রেমিকা বাড়ির পিছন থেকে উদ্ধার হল প্রেমিকের ঝুলন্ত দেহ। যুবক মৃত্যু ঘিরে রণক্ষেত্র হুগলির চকবাজার পাংগাটুলি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় এলাকায়। শেখ হায়দার ও রেখা দাস অনেকদিন একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। গত ২৭ দিন ধরে দুজনকেই পাওয়া যাচ্ছিল না। শেখ হায়দারের পরিবার থানায় তাদের নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। কিন্তু তাদের কোনও হদিশ মেলেনি। তারপর গত দুদিন আগে রেখা দাস নিজের বাড়ি ফিরে আসেন। হায়দারের পরিবারের লোকজন তাঁকে জিজ্ঞাসা করলে, সে জানায় হায়দারের কোনও খোঁজ তাঁর কাছে নেই। শনিবার সকালে রেখার বাড়ি একজন খবর দেয় হায়দার মারা গিয়েছে। তারপর এলাকার মানুষজন দেখতে পান একটা দড়ির সঙ্গে হায়দার রেখা দাস এর বাড়ির পিছন দিকে ঝুলছে। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকাবাসীসহ হায়দারের পরিবারের অভিযোগ রেখা দাস এর পরিবারই হায়দারকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। হায়দারের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। প্রেমিকাই তাকে খুন করেছে বলেই অভিযোগ। ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। মহিলার বাড়ি এবং বাড়ি সংলগ্ন এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।