Breaking News

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত সৌরভের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রর মৃত্যুতে ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। শুক্রবার এই ঘটনায় সৌরভকে গ্রেফতার করে পুলিশ। শনিবার আলিপুর আদালতে পেশ করা হয়। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় যাদবপুর থানার পুলিশ। মামলার শুনানি শেষে বিচারক সৌরভকে ২২ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেয়। প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করেন তাঁর বাবা। অভিযোগের পরই পুলিশ সৌরভ চৌধুরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রে খবর, জেরায় মেলে একাধিক অসংগতি। তার জেরে রাতের দিকে গ্রেপ্তার করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীকে। রাতভর জেরা করা হয় তাকে। শনিবার আলিপুর আদালতে পেশ করা হয় তাকে। আগামী ২২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।এদিন পুলিশ আদালতে জানায়, গত ৬ অগাস্ট সৌরভ ও মনোজিতের সহযোগিতায় হস্টেলে জায়গা পায় স্বপ্নদীপ। ঘটনার দিন দুটি অন্য নম্বর থেকে দফায় দফায় বাড়িতে ফোন করেন তিনি। কিন্তু ওই ফোন নম্বর সৌরভের নয় বলে দাবি করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, তবে ওই ফোন নম্বর কার? পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত তিনজন পড়ুয়ার বয়ান রেকর্ড করা হয়েছে। কতজন এই ঘটনায় জড়িত এবং কী উদ্দেশে এই ঘটনা ঘটল, গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর জন্য সৌরভকে জেরার প্রয়োজন আছে বলেও আদালতে জানায় পুলিশ।এদিকে যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার মিছিল হয়। ৮ বি থেকে যাদবপুর থানা পর্যন্ত হয় এই মিছিল। মিছিল ঢুকে গেলে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা শুরু হয়। যাদবপুর থানার সামনে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *