সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :- বীরভূমরে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বেশ কয়েকবার বলেছেন, “খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে”। অনুব্রতর এই কথা এতটাই জনপ্রিয় হয় যে সিউড়ির একটি বিয়েবাড়িতে এই কথাকে মিক্স টেপ করে ডিজেও বাজানো হয়। এমনকি গানের তালে তাল মিলিয়ে উদুম নাচও করেছেন বিয়েবাড়ির অতিথিরা। আর এবার সেই কথারই পাল্টা জবাব দিল বিজেপি। তাই অনুব্রতর মন্তব্যে পাল্টা বিজেপিও জানিয়েছে, ‘ওদের খেলা তো শেষ।’
এদিন খড়গপুরে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে চা-চক্রে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “যাদের স্ট্রাইকার, ডিফেন্ডার সব আমাদের দলে এসে গেছে, তারা আবার কী খেলা দেখাবে? ওদেরকে এবার গ্যালারিতে বসাব।” এমনকি দিলীপ ঘোষ আরো বলেন, “সাধারণ মানুষের মাঝে এসে আমাদের কেন্দ্রীয় সভাপতি থাকছেন। কথা বলছেন। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি।” ২০২১ বিধানসভা নির্বাচনের আগেই দুই পক্ষে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনো বিজেপিকে নিশানা ছুড়ে কটাক্ষ করেছে তৃণমূল তো কখনো তৃণমূলকে নিশানা করছে বিজেপি। প্রতিদিনই দুই দলের কড়া মন্তব্যে ক্রমেই উত্তপ্ত হয়ে পড়ছে ভোট বাজার।
Hindustan TV Bangla Bengali News Portal