সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :- খড়গপুরে চা চক্রে যোগ দিয়েই ফের জ্বলে উঠলেন জে.পি.নাড্ডা, ভোটের আগেই এদিন আবার কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি জানান, “গতকাল রাতেই আমি প্রশাসন তরফে চা চক্রের সভার অনুমতি পেয়েছি, সকালে এতো মানুষ দেখে আমি আপ্লুত।” এমনকি এদিন তৃণমূলকে নিশানা করে তিনি আরো বলেন, “পিসি আর ভাইপোর গুন্ডামির খবর সবাই জানে।”
এই যে আপনারা তালি বাজালেন আপনারা ভালোই জানেন। আদিবাসী ভাইদের জন্য যা করা উচিত ছিল তা করেননি মমতার সরকার। আমাদের আদিবাসী ভাইদের সাথে অন্যায় হয়েছে। কিন্তু তা আর চলবে না। আগামী ভোটে বিজেপি আসছে, তৃণমূল হারছে, বাংলায় পদ্ম ফুটবেই। আপনারা এই সব কারচুপি বুঝে গেছেন। প্রধানমন্ত্রী দেশের কথা ভাবেন। উনি বাংলায় এলে সবার সুবিধা হবে। একদিকে নরেন্দ্র মোদী সব যোজনা করতে চান, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেন সব যোজনা। উনি এত রাগ কেন করেন? ওনারা কী চাল চুরি করেন নি? সময় এসে গেছে কাটমানি কে সরাও। বিকাশ করার জন্য পদ্ম ফোটাও। রাজ্যের উন্নয়নের জন্য টাকা দিয়েছেন মোদীজি সেইগুলো কোথায়? এই সরকারকে বিদায় জানাতেই হবে, পদ্ম স্বাগতম জানাতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal