Breaking News

হঠাৎ বুকে ব্যথা অনুভব! হাসপাতালে ভর্তি হলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র

প্রসেনজিৎ ধর, কলকাতা :- হাসপাতালে ভর্তি সূর্যকান্ত মিশ্র।
হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সূর্যকান্ত মিশ্র | বুধবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে খবর, এদিন সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সূর্যকান্ত মিশ্র। দ্রুত তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ফুল চেকআপের জন্য আপাতত কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকবেন তিনি। জানা গিয়েছে, এদিন সকালে বাড়িতেই বুতে ব্যথা অনুভব করেন তিনি। দেরী না করে নিজেই হাসপাতালে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দলের তরফে তাঁকে এসএসকেএমে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সূর্যকান্ত মিশ্র নিজে একজন চিকিৎসক। সে কারণেই সম্ভবত দ্রুত হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আপাতত ভয়ের কোনও কারণ নেই বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।বামনেতার চিকিৎসায় ডা: সরোজ মণ্ডল, ডা; সৌমিত্র ঘোষ-সহ পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। জানা গিয়েছে, মায়োকার্ডিয়াক সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে ধূমপান করলে এধরনের সমস্যা দেখা যায়। আপাতত সূর্য মিশ্রর একাধিক রক্তপরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে সেই সময় হাসপাতালে ভর্তি করাতে হয়নি তাঁকে। বাড়িতে থেকেই সুস্থ হয়েছিলেন বাম নেতা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *