দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর কাণ্ডে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য সরকারের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্বয়ং। তিনি নদিয়ার বগুলায় মৃতের মায়ের সঙ্গে দেখা করে কথা দেন ওই মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। ব্রাত্যের কথায়, ‘‘মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। ছেলের মৃত্যুর বিচার পাবেনই।’’এদিন যাদবপুরের মৃত পড়ুয়ার নদিয়ার বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে রয়েছেন তিন মন্ত্রী ও এক সাংসদ। নদিয়ায় গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী ও শিশুকল্য়াণমন্ত্রী শশী পাঁজা ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। প্রতিনিধিদলে ছিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষও। মৃতের মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন সায়নী। মৃতের মা কাঁদতে কাদতে বলেন, ‘‘যাদবপুরে পড়তে চাইত ছেলে। বলত, ওখানে ভর্তি করাবে তো মা?’’ এর পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেন, ‘‘বিষয়টি নিজে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের কেউ ছাড় পাবেন না।’’ পাশাপাশি ওই বাড়ির ছোট ছেলের পড়াশোনার বিষয়টি তাঁরা দেখবেন বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।যাদবপুর কাণ্ডে ইতিমধ্যেই আরও ৬ জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৩ জন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। ঘটনার পরেই হস্টেল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তাঁরা। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জন পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। আগের ৩ ধৃতকে ইতিমধ্যেই ২২ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।