দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দিল্লি গেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুপুরের বিমানে দিল্লি রওনা হন তিনি। জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাঁর কাছে ফোন এসেছিল। এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে মুখ খুলতে চাননি বিজেপি সাংসদ। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি পদ হারানোর পর থেকেই দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করে। হিসাব মতো তিনিই বঙ্গ বিজেপির সবচেয়ে সফল সভাপতি। তাঁর আমলে ১৮টি লোকসভা আসন জিতেছে গেরুয়া শিবির। কার্যত শূন্য থেকে বিজেপিকে রাজ্যে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। রাজ্য সভাপতির পদ থেকে তাঁকে সরানোর পর ক্রমশ নিম্নমুখীই হয়েছে বিজেপির গ্রাফ। দিলীপ ঘোষ যে বিজেপির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখা গিয়েছে রাজ্য সভাপতি পদ থেকে তাঁর অপসারণের পর থেকেই। অথচ, সেই দিলীপের বর্তমান পরিচয়, তিনি দলের একজন সাধারণ সাংসদ।মূলত বিজেপির রাজ্য সভাপতি পদ হারানোর পর থেকেই রাজ্য রাজনীতিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন দিলীপ ঘোষ। এবার জাতীয় সহসভাপতি পদ যাওয়ার পর আরও কিছুটা গুরুত্বহীন হয়ে পড়েছেন বলেই মত রাজনৈতিক মহলের। কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকে সংবাদমাধ্যমের সামনেও মুখে কুলুপ এঁটেছেন দিলীপ ঘোষ। এদিনের তলব প্রসঙ্গে শুধু জানিয়েছেন, তাঁকে ডিনারে ডাকা হয়েছে। ফলে এদিন কেন দিলীপকে দিল্লিতে জরুরি তলব, তা নিয়ে নানা জল্পনা বিভিন্ন মহলে।
Hindustan TV Bangla Bengali News Portal