Breaking News

যাদবপুরের পাঠানো রিপোর্টে ইউজিসি ‘অসন্তুষ্ট’!একাধিক প্রশ্ন তুলে ফের কর্তৃপক্ষকে নোটিস ইউজিসি-র,আবার রিপোর্ট পাঠাতে নির্দেশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে খুশি নয় ইউজিসি | যাবতীয় নথিসহ নতুন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দিতে বলেছে তারা। নথি না পাঠালে আইন মেনে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, একথা জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে ইউজিসি | পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে যে রিপোর্ট যাদবপুর কর্তৃপক্ষ পাঠিয়েছিলেন, তাতে এ বার ‘অসন্তোষ’ প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত রবিবারই এ প্রসঙ্গে একটি রিপোর্ট চাওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে। যাদবপুর কর্তৃপক্ষ সোমবার সেই রিপোর্ট পাঠানোর পর দাবি করেছিলেন, তাঁদের পাঠানো তথ্যে ‘সন্তুষ্ট’ ইউজিসি। জানানো হয়, বুধবার বিশ্ববিদ্যালয়ে ইউজিসির প্রতিনিধি দল আসার কথা থাকলেও তা বাতিল করা হয় সেই ‘সন্তুষ্টি’র কারণেই। তবে বৃহস্পতিবার ফের যাদবপুর কর্তৃপক্ষের কাছে ১২টি প্রশ্নের জবাব-সহ বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়ে ইউজিসি জানিয়ে দিয়েছে, আগের পাঠানো রিপোর্টে তারা মোটেও ‘সন্তুষ্ট’ নয়। এই প্রশ্নগুলির জবাব, তথ্য-সহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। নইলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন।এদিন পাঠানো চিঠিতে ইউজিসি জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে তারা সন্তুষ্ট নয়। ওই ছাত্রের হস্টেলে থাকা সংক্রান্ত নথি। অভিভাবকের অনুমতিপত্রের প্রতিলিপি পাঠাতে বলা হয়েছিল রিপোর্টের সঙ্গে। তা পাঠানো হয়নি। ব়্যাগিং বন্ধে বিশেষ কমিটির ফোন নম্বর, থানার ফোন নম্বর ছাত্রদের দেওয়া হয়েছিল কি না জানানো হয়নি। হস্টেলে ৩ মাস পুরনো ছাত্রদের সমীক্ষা রিপোর্ট পাঠানো হয়নি। এই নথিগুলি না পাঠালে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করতে পারে ইউজিসি | এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ইউজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে ১০টি জিনিস জানতে চেয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র ছাত্রের মৃত্যুর পর কী কী পদক্ষেপ হয়েছে তা জানিয়েছে। তার আগে ব়্যাগিং রুখতে কী পদক্ষেপ করা হয়েছিল তা নিয়ে তারা কোনও উচ্চবাচ্য করেনি। সেই সব প্রশ্নের উত্তর বিশ্ববিদ্যালয়কে দিতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *