Breaking News

যাদবপুর কাণ্ডে অবশেষে ঘুম ভাঙল শিক্ষা দফতরের!তৈরি হল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর-কাণ্ডে এবার আরও সক্রিয় রাজ্য সরকার। ছাত্র-মৃত্যুর তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের। আগামী ২ সপ্তাহের মঝ্যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে। চার সদস্যের ওই কমিটিতে রয়েছেন রাজ্য সরকারের একজন প্রশাসনিক আধিকারিক ও উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যানও। আজ থেকেই এই কমিটিকে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।যাদবপুর বিশ্ববিদ্যালেয়র হস্টেলে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনার পরই তৎপর হয়েছে পুলিশ। তৎপর হয়েছে ইউজিসি ও। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়কে শো-কজ করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। তৎপর হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনও। দিনভর তোলপাড় চলছে সংবাদমাধ্যমে। তার পরও এই ঘটনা নিয়ে রাজ্য শিক্ষা দফতরের ঘুম ভাঙতে লাগল পুরো ৮টা দিন। বৃহস্পতিবার তারা গঠন করল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ৪ সদস্যের কমিটিকে কী কী প্রশাসনিক গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে বলা হয়েছে। সঙ্গে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কী কী পরিকাঠামোর উন্নতি দরকার তাও জানাতে বলা হয়েছে তাদের। ২ সপ্তাহের মধ্যে কমিটিকে জমা দিতে হবে রিপোর্ট।উল্লেখ্য, যাদবপুরের ঘটনায় দিন কয়েক ধরেই সরকারের কাছে কর্তৃপক্ষের প্রশাসনিক গাফিলতির একাধিক অভিযোগ আসছিল। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত গাফিলতি নিয়ে অভিযোগ উঠেছিল। রাজ্য সরকার ২ দিন আগেও ব়্যাগিং বিরোধী একটি সার্কুলার জারি করে। এরপরেই এদিন যাদবপুর-কাণ্ডের তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি রাজ্যের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *