Breaking News

দিল্লিতে শাহের সঙ্গে বৈঠক সেরে ফিরে নিঃস্তব্ধতার মতো চুপ দিলীপ ঘোষ!দিলীপকে দিল্লির বৈঠকে কী বললেন অমিত শাহ?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠকের পর থেকেই ‘চুপ’ দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপকে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন করে দিল্লি যেতে বলা হয়। বৃহস্পতিবার দুপুরেই দিল্লি রওনা হন দিলীপ। সন্ধ্যায় দিল্লির গুজরাত ভবনে সাক্ষাৎ হয় অমিতের সঙ্গে। মূলত স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে থাকা বিজেপি সদস্যদের নৈশভোজে ডাকা হয়েছিল গুজরাত ভবনে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নৈশভোজ চলার সময়েই দিলীপের সঙ্গে কথা বলেন অমিত শাহ |কিন্তু বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে মুখে তালা লাগিয়েছ দুপক্ষই।দিলীপবাবু জানিয়েছেন, সাংগঠনিক আলোচনা হয়েছে | যদিও দিন কয়েক আগে তিনি জানিয়েছিলেন, তিনি এখন শুধু মেদিনীপুরের সাংসদ। দল সেই কাজই তাঁকে গুরুত্ব দিয়ে করতে বলেছে। রাজ্য বিজেপি কী ভাবে চলছে তা দেখার দায়িত্ব তাঁর নয়। তার পরই দিলীপকে দিল্লিতে তলবে ফের তাঁর কেন্দ্রীয় মন্ত্রিত্ব প্রাপ্তির জল্পনা জোর পায়।
প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রকের বর্তমান সংসদীয় স্থায়ী কমিটির মেয়াদ আগামী মাসেই শেষ হয়ে যাবে। লোকসভা নির্বাচনের আগে নতুন কমিটিও তৈরি হবে। তার আগে বিজেপি সাংসদদের সঙ্গে কী নিয়ে কথা বলতে অমিত এমন জরুরি তলব করেছিলেন, তা নিয়ে রাজ্য বিজেপিতে জল্পনার অবশ্য শেষ নেই। রাজ্য বা কেন্দ্রীয় বিজেপিতে দিলীপের সাংগঠনিক পদ না-থাকলেও তিনি প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে বাংলার কোর কমিটিতে রয়েছেন। এখনও রয়েছেন জাতীয় কর্মসমিতিতে। আবার বাংলায় নির্বাচনী প্রস্তুতি এবং সংগঠন বিস্তারের ক্ষেত্রেও দিলীপের জনপ্রিয়তাকে কাজে লাগানোর উদ্যোগ রয়েছে বিজেপির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তেমনটা চান। যদিও পদ খোওয়ানোর পরে দিলীপ কিছুটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন বলে অনেকের ধারণা। যদিও দিলীপ তা মানতে নারাজ। দিলীপ বলেন, ‘‘আমি কাজের মধ্যেই রয়েছি। রাজ্য নেতৃত্ব আমাকে যে দায়িত্বই দিন, আমি সেটা আগের মতো গুরুত্ব দিয়েই দেখি এবং দেখব। আমার কাছে ব্যক্তি নয়, সংগঠনই মূল।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *