প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এখানের বিজেপি বিধায়ক মারা যাওয়ায় উপনির্বাচন হচ্ছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম–কংগ্রেস জোট প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এখন শুধুই দেদার প্রচার। কে কোন ইস্যুতে লড়াই করবে সেটাই এখন দেখার। তার মধ্যে এবার তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিল তাঁদের স্টার ক্যাম্পেনারদের তালিকা। মোট ৩৭ জনের নাম রয়েছে সেই তালিকায়।এই উপনির্বাচনের প্রচারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করতে এখন তিনি বিদেশে আছেন। তবে শীঘ্রই ফিরে আসবেন বলে খবর। আজ, শুক্রবার এই তালিকা প্রকাশ করা হল। মমতা–অভিষেক ছাড়া এই তালিকায় আছেন— সুব্রত বক্সি, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কাকলি ঘোষদস্তিদার, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, মহুয়া মৈত্র, গুলাম রব্বানি, দেব অধিকারী, মিমি চক্রবর্তী,নুসরত জাহান,সোহম, সায়ন্তিকা, অদিতি মুন্সী, জুন মালিয়া, সত্যজিৎ বর্মণ, পার্থ ভৌমিক, জ্যোৎস্না মাণ্ডি। এঁরা একটা দফায় প্রচার করবেন। এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রাজবংশী গবেষক তথা ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যাপক ডঃ নির্মলচন্দ্র রায়। তিনি গোড়া থেকেই দলের কর্মী। এলাকায় বেশ জনপ্রিয়। সবদিক বিবেচনা করে এই আসনে তাঁকেই প্রার্থী হিসেবে এগিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাঁর হয়েই এবার প্রচারে নামছেন দলের ৩৭ জন তারকা নেতানেত্রী। তবে কবে থেকে প্রচার শুরু হবে, কে কবে ধূপগুড়িতে প্রচারে যাবেন, সেসব এখনও চূড়ান্ত হওয়ার অপেক্ষা। বিজেপি অবশ্য চমক দিয়ে ধূপগুড়ি উপনির্বাচনে পুলওয়ামা শহিদের স্ত্রীকে দাঁড় করিয়েছে। শহিদ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়ের হয়ে প্রচারে নামছেন গেরুয়া শিবিরের ৪০ জন। ফলে ভোটের আগে প্রচারযুদ্ধ ঘিরেই যেন টানটান উত্তেজনা।