Breaking News

‘গুরুত্ব দেয়নি তৃণমূল’, অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদের জামাই ইয়াসির হায়দার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কলকাতা পুরসভার মেয়র ও পুর ও নগোরন্নয়নমন্ত্রীর ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। শনিবার অধীররঞ্জন চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। ইয়াসির যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন।শনিবার তিনি বিধানভবনে পৌঁছে যান। সেখানে তিনি অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন। লোকসভা নির্বাচনের আগে তার এই কংগ্রেসে যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।শনিবার ইয়াসির অধীর চৌধুরীর পাশে বসে বলেন,’আমি যে দলে আগে ছিলাম সেখানে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। কংগ্রেস ভেঙেই তো তৃণমূল হয়েছিল। তাই আবার কংগ্রেসে যোগ দিলাম।’ তিনি আরও বলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির অভিযোগ রয়েছে। আমি এ সবে সঙ্গে যুক্ত ছিলাম না। আমি আমার সবটুকু দিয়ে কাজ করছিলাম। কিন্তু ২০২১ কেন আমায় প্রার্থী করা হল না বুঝতে পারলাম না। উচ্চ-নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হয়নি।’ ইয়াসিরের দাবি তিনি ২০২১ সালেই তৃণমূল ছেড়ে দেন।২০২১ সালে টিকিট না পেয়ে দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ইয়াসির। সোশ্যাল মিডিয়ায় তিনি শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। ববির জামাই লেখেন, ‘যারা দিন রাত দলের কাজ করে তাদের কেউ পাত্তা দেয় না। টিকিট নিয়ে যায় সেলিব্রিটিরা।’ ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির। যদিও শোনা যায়, ইদানিং প্রিয়দর্শিনীর সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয়। কয়েক বছর আগে ইয়াসিরের বিদেশ যাওয়া এবং সেই সফরে এক অভিনেত্রীর সঙ্গী হওয়া নিয়ে বিতর্ক হয়েছিল। ইয়াসির একাধিক বার বিদেশ গিয়েছেন এবং তাঁর মারফত বিদেশে টাকা পাচার হয়েছে বলে অভিযোগও ওঠে। সেই নিয়ে প্রিয়দর্শিনীকে নোটিশও ধরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও ইয়াসিরের দাবি, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *