দেবাশীষ পাল,মালদহ :- মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এ রাজ্যের ২৪ জন পরিযায়ী শ্রমিক, জানানো হয়েছে নবান্নের তরফে | মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন| পেটের টানে পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে গিয়েছিলেন স্ত্রী-সন্তানদের মুখে যাতে দুবেলা অন্ন তুলে দিতে পারেন | কিন্তু একটা দুর্ঘটনা সব ছারখার করে দিল | বুধবার সকাল ১০টা নাগাদ মিজরামের আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে, সাইরাং এলাকায়, আচমকা ভেঙে পড়ে একটি নির্মীয়মান রেল ব্রিজ | মুহূর্তে প্রাণ হারান বহু শ্রমিক | মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁদের মধ্যে ২৪ জন মালদার বাসিন্দা| মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মোট ২৫ জন মারা গেছে | ২৪ জন মালদার | খুব দুঃখের | সাংসদ বিধয়াকদের বাড়িতে পাঠিয়েছি | রেলের কাজ করতে গিয়ে মারা গেছে | ১ জন করে চাকরি দিতে হবে |’’২৪জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর মেলে | এর মধ্যে ১৬জনই রয়েছে রতুয়া-২নং ব্লকের| রতুয়া-২নং ব্লকের ১৬জন মৃত পরিযায়ী শ্রমিকের মধ্যে শুধুমাত্র পুখুরিয়ার চৌদুয়ার গ্রামেই রয়েছেন ১৪জন | বৃহস্পতিবার সকালে সেই গ্রামেই প্রথমে ছুটে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন | সঙ্গে ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, বিধায়ক সমর মুখার্জি, আব্দুর রহিম বক্সী সহ আরও অনেকেই| তারা মৃতদের পরিবারবর্গের সঙ্গে দেখা করেন | তাদের সব ধরনের সরকারি সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন| সেই সঙ্গে মৃতদের প্রত্যেক পরিবার পিছু ২লক্ষ টাকা সরকারি অনুদান প্রদানের ঘোষণা করেন |