Breaking News

১৮ বছর বাড়েনি বেতন,বেতন বৃদ্ধি না হওয়ায় অবস্থান বিক্ষোভে সামিল রাজ্য হাসপাতালের ইআরএস কর্মীরা

দেবরীনা মণ্ডল সাহা :- চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও গত ১৮ বছর ধরে বেতন বাড়েনি ইআরএস কর্মীদের | সেই অভিযোগে বুধবার রাজ্যের বিভিন্ন হাসপাতালে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছেন ইআরএস কর্মীরা|

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল মিলিয়ে মোট ৩০০০ এর বেশি রয়েছে ইআরএস কর্মী রয়েছে | তার মধ্যে এসএসকেএম হাসপাতালে রয়েছে প্রায় ৯০০ থেকে ৯৫০ জন| তাঁদের অভিযোগ, সব বিভাগের বেতন বৃদ্ধি পেলেও, তাদের দিকে কোন খেয়াল নেই সরকারের | এমনকি, বেতন বৃদ্ধির আর্জি জানিয়ে গত ২৭ শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতেও চিঠি দিয়েছেন তারা| কিন্তু কোন লাভ হয়নি বলে অভিযোগ |ইআরএস কর্মীরা জানিয়েছেন, ‘আমরা এই বিক্ষোভ কর্মসূচী বন্ধ করব না | এই বিক্ষোভ চলতে থাকলেও রোগীদের কোন ক্ষতি চাই না আমরা | রোগীকে সবরকম পরিষেবা দিয়ে যাব আমরা |’ তাঁরা আরও বলেন, ‘দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর আমরা রোগীর সেবায় নিয়োজিত রয়েছি | পিএফ,ইএসআই কেটে মাসে ২৬ দিনের বেতন পাই ৭,৩৪৯ টাকা | বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই সামান্য মাইনে দিয়ে সংসার চালানো দুস্কর হয়ে পড়েছে | তাই আমাদের আশা স্বাস্থ্য দফতর নিশ্চয়ই দ্রুতই এই বিষয়ের নিষ্পত্তি করবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *