Breaking News

মালদহে মুখ্যমন্ত্রীর জনসভা,যাত্রীবাহী বাস রিজার্ভ তৃণমূলের কর্মী-সমর্থকদের,চাঁচল সহ জেলার বাস স্ট্যান্ডে অমিল বাস, দুর্ভোগে নিত্যযাত্রীরা

অভিষেক সাহা, মালদহ :- লক্ষ্য একুশের নির্বাচন | জেলা সফরে আজ রায়গঞ্জ-এ জনসভার পর মালদহের ইংরেজবাজারের বিএসএফ ময়দানে জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের| আর এই জনসভাকে সফল করতে এদিন মালদহের বিভিন্ন ব্লক থেকে তৃণমূলের কর্মীদের জনসভাস্থলে নিয়ে যাওয়ার জন্য রিজার্ভ করা হয়েছে অধিকাংশ যাত্রীবাহী বাস | যার ফলে বুধবার সকাল থেকে চাঁচল সহ জেলার অন্যান্য বাস স্ট্যান্ডে দেখা মিলল হাতে গোনা কয়েকটি যাত্রীবাহী বাসের | যার ফলে দুর্ভোগে পড়তে হল নিত্যযাত্রীদের |

যাত্রীদের অভিযোগ, জনসভার জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের | এমনকি মোটা টাকার ভাড়ার বিনিময় ঘুরপথে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে বলেও যাত্রীদের | যদিও এ ব্যাপারে কটাক্ষ করেন মালদা জেলা বিজেপির সম্পাদক দীপঙ্কর রামের | প্রসঙ্গত,২০১৯ লোকসভা নির্বাচনেও জেলার দুটি আসনে হেরেছে তৃণমূল | গত পাঁচ বছরেরও বেশি সময় মালদহে দলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী | এবার বিধানসভায় মালদহে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল শিবির | তবে তৃণমূলের বরাবরই দুশ্চিন্তা মালদহের দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব | এই অবস্থায় মালদহে মমতা কী রাজনৈতিক বার্তা দেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *