প্রসেনজিৎ ধর, কলকাতা :-শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি। শুক্রবার নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন ছাড়ল না হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে এক্সপ্রেস। এই ট্রেনটিতেই মালদহ যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। পরে রেল কর্তৃপক্ষের তরফে একটি বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়। বাকি যাত্রীদের সঙ্গে সেই যুবা এক্সপ্রেসে চেপে রওনা দিয়েছেন রাজ্যপালও। মালদহের মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতেই এদিন মালদহ যান রাজ্যপাল | রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় আসছেন। এই পরিস্থিতিতে বন্দে ভারত এক্সপ্রেস বাতিলের ঘটনাকে উদ্বেগের সঙ্গেই দেখছেন রেলকর্তারা। ট্রেন না পেয়ে শুক্রবার সকালে যাত্রার মুখে রেলের আধিকারিকদের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন যাত্রীরা। তাঁদের দাবি, বিকল্প বলা হলেও ওই ট্রেনে বন্দে ভারতের মতো সুযোগ সুবিধা নেই। এমনকি ট্রেন বাতিলের খবর আগাম জানাননি।রেলের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ‘বন্দে ভারত’ যাত্রা করেনি। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা বাদে বিকল্প একটি ট্রেন আসে, তবে সেটা বন্দে ভারত নয় বলে যাত্রীদের অভিযোগ। সেমি হাই স্পিড ট্রেনের বদলে কেন অন্য ট্রেনে উঠতে হবে, তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।ট্রেন না ছাড়ার প্রতিবাদে বন্দে ভারতের বেশ কয়েক জন যাত্রী স্টেশন চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তাই যাত্রীদের নিরাপত্তার কারণে ট্রেনটি ছাড়েনি। তিনি বলেন ‘‘যাত্রীদের নিরাপত্তা সবচেয়ে আগে। যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনটিকে বন্দে ভারতের গতিতেই চালানো হবে। ওই ট্রেনেও খাবার এবং পানীয় জলের সুব্যবস্থা থাকবে।’’প্রসঙ্গত, যান্ত্রিক ত্রুটির কারণে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে হাওড়া স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়। তার পরিবর্তে যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, সেটি এক ঘণ্টা দেরিতে অর্থাৎ সাতটা নাগাদ হাওড়া স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যায়।