Breaking News

হিন্দমোটর এডুকেশন সেন্টারের উদ্যোগে গণভবনে হয়ে গেলো প্রতিভা খোঁজার কর্মশালা!

প্রসেনজিৎ ধর :- এইচ এম এডুকেশন সেণ্টারের উদ্যোগে উত্তরপাড়া গণভবনে অনুষ্ঠিত হয়ে গেলো প্রতিভা খোঁজার কর্মশালা শুধু তাই না এদিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয় |গত ২৪শে এবং ২৫শে আগস্ট শিশুদের উৎসাহ দেবার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় | প্রথম দিন অনুষ্ঠান হয় বিদ্যালয় প্রাঙ্গণে এবং দ্বিতীয় দিনের অনুষ্ঠান হয় উত্তরপাড়ার গণভবনে | দুদিনের অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যেমন নৃত্য সংগীত মুখোশ বানানো, আগুন ছাড়া রান্না, ফ্যাশন শো আরও অনেক কিছু চমক |এই বিদ্যালয়ের সুদীর্ঘ সুনামের কথাও উঠে আসে দুদিনের অনুষ্ঠানে|স্কুলের প্রধান শিক্ষিকা তাঁর বক্তব্যে বলতে গিয়ে বলেন পড়াশোনা করার সাথে সাথে ছাত্র ছাত্রীদের বিভিন্ন সোশ্যাল কাজ করা দরকার | প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সঙ্গীত শিল্পী পন্ডিত সপ্তর্ষি চক্রবর্তী,বিদ্যালয়ের রেক্টর ও ম্যানেজার সুদীপ্তা বসু,শিক্ষিকা সোনিতা রায় এছাড়া উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান ও উপ পৌরপ্রধান |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *