Breaking News

নজরে লোকসভা নির্বাচন!ভোটার তালিকা তৈরির কাজে রাজ্য নেতাদের নয়া নির্দেশিকা জেপি নাড্ডার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সামনেই লোকসভা নির্বাচন। সময় মতো ভোট হলে, বাকি আর হাতে গোনা কিছু মাস। এক বছরেরও কম সময় বাকি। রাজ্যে ভোটার তালিকা তৈরির কাজও চলছে জোরকদমে। আর এরই মধ্যে ভোটার তালিকা যাতে স্বচ্ছভাবে তৈরি হয়, তা নিশ্চিত করতে বঙ্গ বিজেপিকে নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।লোকসভা ভোটের জন্য ভোটার তালিকার কাজ চলছে। এই কাজে দলের সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিল বিজেপি। ‌নতুন ভোটারদের নাম নথিভুক্ত করতে এবং ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে কড়া দাওয়াই দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে। বলা হয়েছে, এলাকার বিএলআরও-দের সঙ্গে সরাসরি সুসম্পর্ক তৈরি করুন। আবাসন এলাকায় নতুন‌ যোগাযোগ করতে বলা হয়েছে। জানা যাচ্ছে, জেলায় জেলায় যে সরকারি অফিসাররা ভোটার তালিকা তৈরির দায়িত্বে রয়েছেন, তাঁদের সঙ্গে সমন্বয় রেখে চলার বার্তাও দেওয়া হয়েছে। বিশেষ করে আবাসন, শ্রমিক অধ্যুষিত বিভিন্ন এলাকা এবং বস্তি এলাকাগুলির উপর বাড়তি জোর দিতে বলা হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ার জন্য রাজ্য স্তরে সাত সদস্যের একটি কমিটিও তৈরি হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। একইসঙ্গে জেলাগুলিতে পাঁচ সদস্যের কমিটি গঠনের জন্য বলা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া বিভিন্ন বিধানসভা ভিত্তিক তিনজনের কমিটিও রাখতে বলা হয়েছে বলে খবর।ভোটার তালিকা প্রস্তুতি ঘিরে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো এবং একইসঙ্গে ভুয়ো ভোটারকে যাতে অন্য কোনও দল ব্যবহার করতে না পার, তা নিশ্চিত করতেই এই ধরনের প্রস্তুতি নেয় সব দলগুলি। কিন্তু বাংলার রাজনীতিতে বিজেপির জন্য এই কাজ কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, অতীতে রাজ্যে গেরুয়া শিবিরের সংগঠন সেভাবে বিস্তৃত হয়নি।তবে,সাংগঠনিক শক্তি বেড়েছে। এখন দেখার নাড্ডার এই নির্দেশ লোকসভার আগে কতটা কার্যকর করতে পারে বিজেপির রাজ্য নেতৃত্ব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *