Breaking News

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস বিতর্কে ইডির মেল-ব্যাখ্যায় সন্তুষ্ট নয় লালবাজার,ইডিকে সশরীরে হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- লিপ্‌স অ্যান্ড বাউন্ডস ফাইল বিতর্কে ইডিকে মেল করে সশরীরে লালবাজারে এসে ব্যাখ্যা দেওয়ার দিতে বলল কলকাতা পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সংস্থায় ইডির তল্লাশি এবং সংস্থার কম্পিউটারে সন্দেহজনক একাধিক ফাইল ডাউনলোড করা নিয়ে ইডি-র তরফে মেলে করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু মেল-ব্যাখ্যায় সন্তুষ্ট নয় লালবাজার। এরপরই কলকাতা পুলিশের তরফে পাল্টা মেল করে কোনও এক জন আধিকারিককে সশরীরে এসে লালবাজারে বিষয়টির ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে।কিন্তু তলব সত্ত্বেও লালবাজারে হাজিরা দিতে নারাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | মেল পাঠিয়ে ইডি স্পষ্ট জানিয়ে দেয় লালবাজারে যাবেন না ইডির কোনও আধিকারিক। কারণ, এ বিষয়ে তাদের আলাদা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে, যেখানে তদন্তের নাম করে পুলিশ আধিকারিকদেরও তলব করতে ছাড়ে না ইডি, সেখানে তদন্তের প্রয়োজনে পুলিশের তলবে কেন সাড়া দিল না কেন্দ্রীয় সংস্থা?সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার লিপস অ্যান্ড বাউন্ডসকে ‘আমার সংস্থা’ বলে উল্লেখ করেন। বলেন, ‘আমার অফিসে গিয়ে তল্লাশি করেছে। তার সঙ্গে ১৬টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে |’বিরোধীদের দাবি, তদন্ত থেকে নজর ঘোরাতে ও ইডির ওপর চাপ তৈরি করতে এব্যাপারে অতিসক্রিয়তা দেখাচ্ছে লালবাজার। অভিষেক বন্দ্যোপাধ্যায় অঙ্গুলিহেলনে কাজ করছে কলকাতা পুলিশ। সোমবার ইডির বিরুদ্ধে ফাইল ডাউনলোডের অভিযোগকারী লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন ইডির তদন্তকারীরা। ২০ অগাস্ট তল্লাশির সময় বাজেয়াপ্ত একটি ফোন আনলক করার চেষ্টা করেন তাঁরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *